তুফান মুভি, তুফান, শাকিব খান

১৪ দেশে তুফান তুলছে বাংলাদেশের ‘তুফান’

মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে, এমনটি ধারণা করা হয়েছিল আগেই। অবশেষে তা দিনে দিনে সত্যতায় রূপ নিচ্ছে;  সিনেমাটি গড়ছে একের পর এক রেকর্ড। মুক্তি পাওয়ার ১০ দিন পরও স্ক্রিনে বেড়েই চলেছে রায়হান রাফী নির্মিত এই সিনেমাটি।

রায়হান রাফী জানিয়েছেন, প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।

এদিকে ভিনদেশেও ‘তুফান’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের মাটিতে ছবিটি সাফল্য দেখার পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও রেকর্ড গড়ার প্রস্ততি নিচ্ছে ছবিটি। রায়হান রাফী নির্মিত ‘তুফান’ ইতোমধ্যে অস্ট্রেলিয়াতে বেশ সাড়া ফেলেছে। জানা যায়, দেশটিতে মুক্তির ১০ দিন আগেই ২ হাজারেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। এছাড়াও ‘তুফান’ দেখতে অস্ট্রেলিয়া ছাড়াও আরও ১৩ টি দেশের দর্শকেরা অপেক্ষা করছেন।

তুফান মুভির অফিশিয়াল ট্রেইলার

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ছবিটির পরিচালক রায়হান রাফী জানান, ২৮ জুন থেকে চার মহাদেশের ১৪ টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘তুফান’। দেশগুলো হলো-  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন। এসব দেশের বিশ্ববিখ্যাত ১০০ এর বেশি থিয়েটারে চলবে ছবিটি।

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প। 

রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এ ছাড়াও নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। 

‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

Read This Interesting Post -
Where to watch Deadpool and Wolverine legally

Leave a Comment about this Article -

Scroll to Top