বিয়ের পর প্রথম জন্মদিনে ঢাকায় পরম পিয়ার উপহার CueBurst

বিয়ের পর প্রথম জন্মদিনে ঢাকায় পরম, পিয়ার উপহার

আজ কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিয়ের পরের প্রথম জন্মদিন বলে কথা। সে কারণে স্ত্রী পিয়ার সারপ্রাইজ জানতে মুখিয়ে ভক্ত-অনুরাগীরা। সম্ভবত ভক্তদের মনের ব্যাকুলতা বুঝতে পেরেছেন পরমপত্নী। এই জন্মদিনকে ঘিরে স্বামীকে দেওয়া উপহার এবং উপলব্ধি দুটোই বলেছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে লিখে জানিয়েছেন এবারের জন্মদিনে গান উপহার দিয়েছেন পরমের পিয়া। বললেন—‘গান ভালোবাসে বলেই এই উপহার’।


পিয়া চক্রবর্তী লিখেছেন, ‘জন্মদিনের আগের রাতটা আমরা একসঙ্গে কাটিয়েছি। বাড়িতেই ছিল ছোটখাটো আয়োজন। খুব কাছের বন্ধু ছিল কজন। অল্প খাওয়াদাওয়া-গানবাজনা। পরম জন্মদিন এভাবেই ভালোবাসে। বিয়ের পর পরমের প্রথম জন্মদিন হলেও সবাই জানে, নিজের কাজকে ও কতটা ভালোবাসে। ওর কাজ থেমে থাকে না। সে ভীষণ “ওয়ার্কোহোলিক”। সে কারণেই জন্মদিনে এবারও বাড়িতে থাকছে না। সকালেই ঢাকার উদ্দেশে রওনা হচ্ছে। সে কারণে জন্মদিনে আলাদা করে কোনো পরিকল্পনা নেই। এই দিনও কাজ নিয়েই থাকবে।’

পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়

পিয়া চক্রবর্তী বলেন, ‘যদিও নিজের জন্মদিনের পরিকল্পনা নিজে করতে পছন্দও করেন না পিয়ার পরম। বন্ধুরা আয়োজন করে দিলে ওর খুব পছন্দ। আগের বেশ কয়েক বছরও আমরা বন্ধুরা মিলে তাঁর জন্মদিনের পরিকল্পনা করতাম। সেদিন কারা আসবেন, কী রান্না হবে, সবটাই আমরা আয়োজন করতাম। অতিথিদের নিমন্ত্রণ জানাতাম। কয়েক বছর ধরে এভাবেই জন্মদিনটা কাটায় সে। তবে এই উদ্‌যাপন ছোট করে হবে নাকি বড় করে, সেটা কাজের চাপের ওপর নির্ভর করে। তবে হ্যাঁ, খাওয়াদাওয়ার সঙ্গে কোনো আপস হয় না। যেমন পাঁঠার মাংসটা হবেই প্রতিবছর।’


পরম ঘরনি আরও বলেন, ‘নায়ক গানবাজনা ভালোবাসেন। তাই জন্মদিনে এটা থাকেই। সবাই জানেন, শুটিংয়ের অবসরেও গানটা নিয়ে থাকতে ভালোবাসেন। আমরাও গান নিয়ে সময় কাটাই। জীবনের বড় একটা অংশ গান হয়ে উঠেছে। আমাদের কিছু ধরাবাঁধা গান আছে। সময় পেলেই গাই। এর মধ্যে রবীন্দ্রসংগীত, আধুনিক বাংলা গান, হিন্দি গানও আছে। সেগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে বিশেষ দিনে একসঙ্গে সবাই মিলে গেয়েছি।’

পরমব্রত ও পিয়া

পরমব্রত ও পিয়াছবি : ইনস্টাগ্রাম থেকে

পরমপত্নী বলেন, ‘যেহেতু গান আমাদের জীবনজুড়ে রয়েছে, তাই গানের সঙ্গে জড়িয়ে আছে, এমনই একটি উপহার ওকে দিয়েছি। ওর সব সময়ের সঙ্গী হলো ইয়ারপড, যা–ই করুক, সব সময়ে কানে ইয়ারপড দিয়ে গান শুনতে ভালোবাসে পরম। কিন্তু দুঃখের বিষয় হলো, দিন কয়েক আগে পরম ওর ইয়ারপডটি হারিয়ে ফেলেছে। তাই এবারের জন্মদিনে ওকে ওর পছন্দসই একটা ইয়ারপড উপহার দিয়েছি।’

এই এয়ারপড নিয়ে ঢাকাই গণমাধ্যমেও একবার গল্প করেন অভিনেতা। বিয়ের আগের একাকী জীবনে নিজের জিনিসগুলো নিজের কাছেই রাখতেন। তবে বিবাহিত জীবনে ইয়ারপড পিয়ার ব্যাগে রেখেও ভুলে যান পরম। খুঁজে বেড়ান। একঝলকের জন্য ভুলে যান যে এখন সঙ্গী এসেছে। অবশ্য এখন চিন্তা নেই। ইয়ারপড উপহার দেওয়ার মতো একজন জীবনসঙ্গী আছে পরমের আর সেটা জন্মদিনের দিন হলেতো কথাই নেই।
কলকাতার ব্যস্ততম অভিনেতাদের একজন পরমব্রত। বাংলার পাশাপাশি তিনি হিন্দিতেও সমানতালে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক-প্রযোজকও বটে আর পিয়া চক্রবর্তী সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী। অনুপম রায়ের সঙ্গে পিয়ার ডিভোর্স হয় ২০২১ সালে। গায়কের সঙ্গে বিচ্ছেদের পর গেল বছর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধলেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন।

Scroll to Top