মালাইকা অরোরা CueBurst

আমারও কষ্ট হয়, আমিও কাঁদি: মালাইকা

মালাইকা অরোরাকে ক্যামেরার সামনে বরাবরই খোশমেজাজে দেখা যায়। তবে এবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের মনের ভেতর কী চলে, তা আড়ালে রাখতেই ভালোবাসেন তিনি। তাই সব কথা সব সময় প্রকাশ করেন না। খবর হিন্দুস্তান টাইমসের

অভিনেত্রী এখন আলোচনায় অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে। কেবল এ সম্পর্কই নয়, নানা কারণে প্রায়ই অন্তর্জালে বিদ্রূপের মুখে পড়তে হয় মালাইকাকে। সম্প্রতি অর্জুন কাপুরের জন্মদিনেও দেখা মেলেনি মালাইকার। তার পর থেকেই জল্পনা, তবে কি সত্যিই আলাদা হয়ে গেছেন অর্জুন-মালাইকা?

মালাইকা অরোরা ও অর্জুন কাপুর

মালাইকা অরোরা ও অর্জুন কাপুর ইনস্টাগ্রাম

যদিও মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেন। সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কীভাবে তিনি নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখেন।

মালাইকা বলেন, ‘আমি আসলে নিজের চারপাশে একটা বর্ম তৈরি করে নিয়েছি। নেতিবাচক কথাকে আমার অন্তরে প্রবেশ করতেই দিই না।

মালাইকা অরোরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মালাইকা অরোরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রথম থেকেই যে এটা করতে শিখেছি তা নয়, সময়ের সঙ্গে সঙ্গে শিখে গিয়েছি। তবে এসব কথা একেবারেই আমাকে আঘাত দেয় না, এটা বললে মিথ্যা বলা হবে। হ্যাঁ, আমারও কষ্ট হয়, আমিও কাঁদি। তবে বাইরের কেউ আমার চোখের জল দেখতে পাবে না।’

ব্যক্তিগত জীবনে প্রেমিক সত্তা ঠিক কতটা তাঁর? এ প্রসঙ্গে মালাইকার সাফকথা, ‘আমি ভালোবাসার ক্ষেত্রে হাল ছাড়ি না। শেষ অবধি চেষ্টা করে যাই। কিন্তু এটা জানি, আমার সীমা কতদূর।’

Read This Interesting Post -
Alia Bhatt Shares Sweet Moment: Daughter Raha's First Song Was "Radha" from Student of the Year

Leave a Comment about this Article -

Scroll to Top