হিনা খান, বলিউড অভিনেত্রী

পরচুলা ও মেকআপ দিয়ে ক্ষত ঢেকে কাজে ক্যান্সার আক্রান্ত হিনা খান

নিজের ফ্ল্যাটে বসেই মেকআপ করে, পরচুলা পরে কাজের জন্য প্রস্তুতি নিতে দেখা গেল হিনাকে। সেই ভিডিয়োই পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, মেকআপ দিয়ে হিনার ক্ষত ঢাকার চেষ্টা করছেন রূপটান শিল্পী। ব্যাথার জায়গায় হাত পরতেই উফঃ উফঃ করে স্বল্প চেঁচিয়ে উঠলেন হিনা।

যেদিন প্রথম জেনেছিলেন নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা, সেদিন রাতেও পূর্ব নির্ধারিত অ্যাওয়ার্ড শো-তে অংশ নিয়েছিলেন হিনা খান। কর্কট রোগে আক্রান্ত হওয়ার কথা জেনেও বাতিল করেননি শো। আবার পুরস্কার নিয়েই দৌড়েছিলেন হাসপাতালে, প্রথম কেমো নিতে। আবার কেমো নিয়ে চুল উঠে যাবে, এই আশঙ্কায় তা ছোট করে কেটেও ফেলেছিলেন। মারণ রোগে আক্রান্ত হওয়ার পরও নিজেকে ইতিবাচকই রেখেছিলেন হিনা।

মাঝে অবশ্য কর্কট রোগ ও কেমো নেওয়ার যন্ত্রণায় কিছুটা হলেও ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রার্থনা করেছেন, তবে কষ্টের সময় নিজের মা-কেই আঁকড়ে ধরেছেন হিনা। তবে অসুস্থতা থাকলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে বধ্য পরিকর তিনি। কাজে যে তাঁকে ফিরতেই হবে। এই ভাবনা নিয়েই ফের কাজে যোগ দিলেন হিনা খান। যদিও এখনও তাঁর বেশ কয়েকটি কেমো সেশন বাকি রয়েছে। 

প্রথম কেমো নেওয়ার পরই ফটোশ্যুটের জন্য তৈরি হতে দেখা গেল হিনাকে। আর সেজন্য নিজের ফ্ল্যাটে বসেই মেকআপ করে, পরচুলা পরে কাজের জন্য প্রস্তুতি নিতে দেখা গেল হিনাকে। সেই ভিডিয়োই পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, মেকআপ দিয়ে হিনার ক্ষত ঢাকার চেষ্টা করছেন রূপটান শিল্পী। ব্যাথার জায়গায় হাত পরতেই উফঃ উফঃ করে স্বল্প চেঁচিয়ে উঠলেন হিনা। বললেন, ‘এটা প্রথম কেমো নেওয়ার পর আমার প্রথম ফটোশ্যুট। ক্ষত যতটা সম্ভব ঢাকার চেষ্টা করা হচ্ছি। অল্প নার্ভাসও বটে।’

হিনা খানের ইন্টাগ্রাম ভিডিও

ভিডিয়ো পোস্ট করে হিনা লিখেছেন, ‘আমার রোগ নির্ণয়ের পর এটাই আমার প্রথম কাজ। জীবনে খারাপ দিন আসে, তখন কাজ থেকে বিরত থাকুন। এটা ঠিক আছে…জানুন এটাই আপনার প্রাপ্য। তবে ভালো দিনগুলিতে সুন্দর করে জীবনযাপন করতে ভুলবেন না। তা সে যতই কমদিন হোক না কেন! জীবনেপ এই পরিবর্তনগুলি গ্রহণ করুন। জানুন, এটাই স্বাভাবিক। 

প্রসঙ্গত, হিনা খানের কাছে গত মাসের (জুন) শুরুর দিকেও সবকিছু এমন ছিল না। ক্যামেরার সামনে শট দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন। এমনকি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সেজেগুজে হাজিরও হয়েছিলেন তিনি। যদিও ওই পুরস্কার নেওয়ার আগেই জানতে পেরেছিলেন নিজের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। জানতে পারেন যে তিনি এখন অ্যাডভান্স স্টেজে রয়েছেন। তবে সবটা জেনেও ঠিক থাকার চেষ্টা করেছেন। তবে হিনার এই লড়াইয়ে তাঁর পাশে রয়েছেন অভিনেত্রী মা ও প্রেমিক রকি জয়সওয়াল।

Leave a Comment about this Article -

Scroll to Top