সালমান মুক্তাদির CueBurst

খুব বাজে হচ্ছে। সালমান মুক্তাদির

কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন। শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

বুধবার (১৭ জুলাই) বিকালে অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেতা। তিনি স্ট্যাটাসে লিখেন, এত বড় আর্টিস্ট আপনারা টিভি ইন্টারনেটে লাউড অ্যাক্টিং করেন ভালো কথা।

কিন্তু এই যে একটা ঐতিহাসিক একটা মোমেন্টে যেটা সারাজীবনে একবার আসে, এরকম নিরপেক্ষ এবং অস্পষ্ট পোস্ট করে অ্যাক্টিং করবেন না। খুব বাজে হচ্ছে। 

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের।

এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন ৬জন। আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের মানুষ।

Leave a Comment about this Article -

Scroll to Top