১৫ লাখ টাকার ‘উচ্চ বংশের’ এক ছাগল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ছাপিয়ে আলোচিত ছাগলটির বৃত্তান্ত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। রাতারাতি পরিচিতি পাওয়া সেই ছাগল নিয়ে চুলচেরা বিশ্লেষণও করছেন কেউ কেউ।
১৫ লাখ টাকার ছাগল নিয়ে ধুন্ধুমার আলোচনার মধ্যে ‘এনায়েত আলীর ছাগল’-কে সামনে আনছেন অনেকে। হুমায়ূন আহমেদের জনপ্রিয় এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে এক ছাগলকে দেখা গেছে। এর গায়ের রং সাদা-কালো, লেজটা সাদা। সেই ছাগলের মালিক এনায়েত আলী, যিনি একজন রাজনৈতিক নেতা।
নাটকের গল্পে দেখা গেছে, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে সেই ছাগলকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করেন এনায়েত আলী। ছাগলটি মানুষের মতো কথা বলতে পারেন—এমন ডাহা গুজব ছড়িয়ে দেন তিনি। মূলত নির্বাচনের আগে ভোটারদের মনোযোগ ও সহানুভূতি কাড়তেই ‘ছাগলের মানুষের মতো কথা বলার’ নাটক সাজান তিনি।
বলাই বাহুল্য, গুজবটা চাউর হওয়ার পর এনায়েত আলীর বাড়িতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। রাতারাতি পরিচিতি পাওয়া পাওয়া ছাগলটির যত্নআত্তির শেষ নেই। নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, উন্নত মানের কাঁঠালপাতা পরিবেশন করা হয়। ছাগলটি দেখতে অতি উৎসাহী সাংবাদিকেরা ভিড় করে, টেলিভিশনে লাইভ (সরাসরি সম্প্রচার) করা হয়। পত্রপত্রিকার শিরোনাম আসে সেই আলোচিত ছাগল।
ছাগলটি দেখতে অতি উৎসাহী সাংবাদিকেরা ভিড় করে, টেলিভিশনে লাইভ (সরাসরি সম্প্রচার) করা হয়ছবি: নাটকের ভিডিও থেকে নেওয়া
শেষ পর্যন্ত ছাগলটি নিয়ে কী ঘটেছিল, সেটা জানতে নাটকটি দেখে নিতে পারেন। ‘এনায়েত আলীর ছাগল’ পরিচালনা করেছেন জুয়েল রানা। এতে ডা. এজাজ, ফারুক আহমেদ, রহমত আলী, শাওনসহ আরও অনেকে অভিনয় করেছেন।