অমিতাভ বচ্চন, ক্ষমা চাইল অমিতাভ বচ্চন

ভক্তদের কাছে ক্ষমা চাইল অমিতাভ বচ্চন! কিন্তু কেন?

ইন্ডাস্ট্রির মেগাস্টার অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। টুইটার হোক বা ইনস্টাগ্রাম, নানা ধরণের আপডেট দিতে থাকেন তিনি। তবে মাঝে মাঝে কিছু ভুল পোস্ট করলে তিনি ক্ষমাও চান। এবারও সেই একইরকম ঘটনা ঘটল তাঁর সঙ্গে। তিনি আবারও হাতজোর করে ক্ষমা চাইলেন সকলের কাছে। কারণ, তিনি যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে ভুল ছবির নাম লেখা হয়েছে।

একই ভিডিয়ো দু’বার শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। প্রথমবার শেয়ার করার সময় ক্যাপশন ছিল, ‘এখনও কাজের জন্য দৌড়াচ্ছেন।’ দ্বিতীয় ভিডিয়োতে তিনি লিখেছেন, ‘এখনও অগ্নিপথ থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমি এখন অগ্নিপথ থেকে কাজের জন্য দৌড়াচ্ছি। এই বিষয় নিয়ে অনেকেই মন্তব্যও করেছেন। সেখানে একটি ক্লিপ ছিল। যা তাঁর চলচ্চিত্রের একটি দৃশ্য বলা চলে। যেখানে তিনি দৌড়াচ্ছিলেন। এবং তারপরে তাঁকে তাঁর বাগান এলাকায়ও দৌড়াতে দেখা যায়। যা অভিষেক বচ্চন তুলেছিলেন।

eisamay 112134960 CueBurst
অমিতাভ বচ্চনের ক্ষমা চাওয়া পোস্ট
কী কারণে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন?

একটি ভিডিয়োর ক্যাপশনে তিনি অগ্নিপথ ছবির কথা উল্লেখ করেছেন। তবে এবার তিনি এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। কারণ, এই দৃশ্য অগ্নিপথের নয়, আকেলার। যেখানে তাঁকে দেখা গিয়েছে অমৃতা সিংয়ের সঙ্গে। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। এই পালিয়ে যাওয়ার ভিডিয়ো যেটা আমি শেয়ার করে লিখেছি অগ্নিপথের। সেটা একেবারেই ভুল ছিল। কারণ, ওই দৃশ্যটি আকেলা ছবির। যারা বিষয়টি আমায় মনে করিয়ে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।

অমিতাভ বচ্চন, ক্ষমা চাইল অমিতাভ বচ্চন

অমিতাভ দেখিয়ে দিলেন কী ভাবে শুটিং করতে হয়

অমিতাভ বচ্চন আরও একটি পোস্ট করেছেন। যেটি তাঁর ফিল্ম কল্কি ২৮৯৮ এডি-র শুটিং চলাকালীন তোলা। যখন তাঁর এবং প্রভাসের মধ্যে মারামারির দৃশ্যের শুটিং চলছিল। যেখানে দেখানো হয়েছে কী ভাবে এটি ক্রোমার একটি স্টুডিয়োতে চিত্রায়িত হয়েছে। তাঁকে বাতাসে ঝুলে থাকতে দেখা গিয়েছে। এই পোস্টে সবাই তাঁর প্রশংসা করেছেন। ছবিতে তাঁর কাজের প্রশংসাও করেছেন অনেকেই।

Read This Interesting Post -
Alia Bhatt Shares Sweet Moment: Daughter Raha's First Song Was "Radha" from Student of the Year

Leave a Comment about this Article -

Scroll to Top