অসুস্থ অরিজিৎ সিং, অরিজিৎ সিং

Arjit Singh: দেখা গেল অসুস্থ অরিজিৎ সিং! কিন্তু কোথায়?

বলিউড বা বলা ভালো ভারতীয় বিনোদন জগতের অন্যতম ব্যস্ত এবং সফল গায়ক হলেন অরিজিৎ সিং। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। ৮ থেকে ৮০ সকলেই মজে তাঁর গানের সুরে। কিন্তু এদিন গায়ক একটি দুঃসংবাদ শোনালেন তাঁর অনুরাগীদের। জানালেন তিনি ভালো নেই।

কী জানালেন অরিজিৎ সিং?

অরিজিৎ সিং এদিন একটি পোস্ট করে জানালেন তিনি মোটেই সুস্থ নেই। বরং শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। তাই বাধ্য হয়ে তাঁকে তাঁর আগে থেকে ঠিক করে রাখা সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। এই মাসে তিনি কোনও শো করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে শ্রোতাদের কাছ থেকে ক্ষমাও চেয়েছেন এই কারণে।

অরিজিৎ সিং এদিন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানেই তিনি লেখেন, ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণ ভাবে অপেক্ষা করে ছিলেন। কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।’

এরপর তিনি তাঁর পোস্টে অগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে সেটা জানিয়ে দেন। আর সেখান থেকেই জানা যায় ইউনাইটেড কিংডমের আশেপাশেই মূলত এই মাসে তাঁর সমস্ত শো ছিল। নতুন দিনক্ষণ জানানোর পর অরিজিৎ লেখেন, ‘বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না।’

কে কী লিখেছেন?

অরিজিৎ এদিন তাঁর অসুস্থতার খবর ভাগ করতেই স্বাভাবিক ভাবেই মন ভালো নেই তাঁর অনুরাগীদের। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন। তাঁর অনুরাগীরাও তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেটাই লিখেছেন কমেন্ট বক্সে।

আপনার মন্তব্য প্রদান করুন।

Scroll to Top